নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর শিকদার লোটন। এ কারণে তিনি ভোট বর্জন করেছেন। তার নিজ এলাকায় রামচন্দ্রদী সেন্টারে নৌকার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললে সেখানে বাদানুবাদ ঘটে। এ বাদানুবাদের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে নির্বাচন বর্জন ঘোষণা দেন তিনি। আড়াইহাজারের প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেন আলমগীর শিকদার লোটন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর শিকদার লোটনের নিজ এলাকায় রামচন্দ্রদী সেন্টারে নৌকার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললে সেখানে বাদানুবাদ ঘটে। বাদানুবাদের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ কারণে সকাল ১০টায় নির্বাচন বর্জন করেছেন তিনি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ