স্টাফ রিপোর্টারঃ শিল্পাঞ্চল ঢাকা আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা হতে ১০ লক্ষ টাকা মূল্যমানের ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর সিপিসি-২। ১১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১০.০০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মোঃ মফিজুল ইসলাম (২৮), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-সুজনপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল বর্ণিত এলাকার উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজন আসামীকে গ্রেফতারকরে এবং সাথে থাকা ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোঃ আব্দুল কাদের/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ