আন্তর্জাতিক

ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ১১:৪১:০১

0Shares

শেয়ার করুন

ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরোউরি নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে এই হামলায় হামাসের সামিরক শাখা কাশেম ব্রিগেডের দুইজন কমান্ডারও নিহত হয়েছেন।

হামাস জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে কার্যালয়ে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে উপপ্রধান সালেহ আল-আরোউরিসহ ওই তিনজন রয়েছেন। খবর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের।

সালেহ আল-আরোউরি ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। তিনি এই গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে।

এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে ইরান। আর ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে লেবানন।

তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য তার দেশের বাহিনী প্রস্তুত রয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content