প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৯:২০:৪৬
গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে পঞ্চমবার এমপি নির্বাচিত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে। ২২ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনকে তিনি পরাজিত করেন।
রবিবার রাতে সকল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, গাজীপুর-২ আসনের মোট ২৭২টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে এক লাখ তিন হাজার ৯৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৮০৪ ভোট। ভোটের ব্যবধান ২২ হাজার ১৮২টি।
গাজীপুর ২ আসনে নয়জন প্রার্থীর বিপরীতে ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০ জন।
মোট ভোটকেন্দ্র ২৭২টি, যার মধ্যে বুথ সংখ্যা ১ হাজার ৬৮৯টি। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৪,৯৬৪ জন। নারী ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯৬ জন।
গাজীপুর সিটি করপোরেশনের সদরের ২১টি ও টঙ্গীর ১৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর -২ আসন।