ঢাকা

টঙ্গীতে নৌকার ২২ কর্মীর নামে মামলা

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ১১:৫০:২৫

0Shares

শেয়ার করুন

টঙ্গীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় নৌকার ২২ সমর্থকের নামে মামলা হয়েছে।

 

সোমবার (১ জানুয়ারি) রাতে ৭ জনকে সনাক্ত ও ১৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়। বাদী হয়ে মামলাটি করেন ট্রাক প্রতীকের কর্মী রুনা আক্তার।তার স্বামী লাল চানকে নৌকা প্রতিকের সমর্থক ছুরিকাঘাত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা হলেন, মো. পলাশ (২০), মো. শরিফ (৪৮), ইসতি (৩২), মো. রাসেল (৪২), শ্যামল (২৮), মো. জুয়েল (৪২), হাসু (৪২)। তারা সবাই গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৫৭নং ওয়ার্ডের সান্দারপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, মামলা হয়েছে। আাসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, রোববার (৩১ ডিসেম্বর) বিকাল চারটায় দিকে পোস্টার ছেঁড়া নিয়ে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে সান্দারপাড়া এলাকায় নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আটজন আহত হয়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content