প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৩:৫৯:০৮
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দুই লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক। একই আসন থেকে টানা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন তিনি।রোববার (৭ জানুয়ারি) আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
আসনের ১১৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল থেকে জানা গেছে, নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম মার্কায় ভোট পেয়েছেন ছয় হাজার ৫৮৬ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন চার হাজার ৫৭৪ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।