সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটার ঢেপুখালী গ্রামে ভূমি দখলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৬ জনকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্হানীয় জনগণ। দেবহাটা থানা পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মোঃ গোলাম আজম, এসআই মোঃ সেলিম রেজা, এসআই (নিঃ) শোভন দাশ, এসআই মোহাম্মাদ গিয়াস উদ্দিন, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুর রহমান, এএসআই মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ইং ১৮ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দেবহাটা থানাধীন ঢেপুখালী গ্রাম হতে স্থানীয় জনগনের সহায়তায় ভূমি দস্যু বাহিনীর প্রধান আসামী ১. রুহুল আমিন গাজী(৬৫), পিতা-মৃত রুপচাঁদ গাজী ,স্থায়ী: সন্ন্যাসির চক , উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাসহ তার অন্যান্য সহযোগী আসামী ২. তানভীর হোসেন সজিব(২১), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-মাতা-তানিয়া বেগম ,স্থায়ী: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৩. তানিয়া বেগম(৪০), , স্বামী/স্ত্রীরুহুল আমিন গাজী ,স্থায়ী: সন্ন্যাসির চক , উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৪. মোঃ হোসেন আলী(৪০), পিতা-মৃত ইছা শেখ ,স্থায়ী: গ্রাম- ইন্দ্রনগর, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৫. সজিব হোসেন(১৯), পিতা-নুর ইসলাম ,স্থায়ী: গ্রাম- দক্ষিন পারুলিয়া (দিঘিরপার) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা সাতক্ষীরা, ৬. মোঃ রায়হান শেখ (১৯), পিতা-হোসেন আলী শেখ ,স্থায়ী: গ্রাম- ইন্দ্রনগর, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা,:বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৭. মোমিন হোসেন(২৩), পিতা-মোঃ খালেক ,স্থায়ী: গ্রাম- মাঝ পারুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৮. মনসুর গাজী(৬৮), পিতা-মান্দার গাজী ,স্থায়ী: গ্রাম- সোনাতলা, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, ৯. সজিব হোসেন(১৯), পিতা-নেছার আলী ,স্থায়ী: গ্রাম- শখীপুর (উত্তর সখিপুর) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ১০. তৈয়বুর রহমান(১৯), পিতা-নজরুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- ধোপাডাঙ্গা, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ১১. তাজমির হোসেন(২১), পিতা-আজহারুল ,স্থায়ী: গ্রাম- মাঝসখিপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ১২. সাকিব হোসেন(১৯), পিতা-শফিকুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- শখীপুর (উত্তর সখিপুর) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা ১৩. মারুফ হোসেন(২১), পিতা-রবিউল ইসলাম ,স্থায়ী: গ্রাম- মাঝসখিপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ১৪. ফিরোজা খাতুন(৫৫), স্বামী/স্ত্রীমনসুর গাজী ,স্থায়ী: গ্রাম- সোনাতলা, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, ১৫. রোকেয়া খাতুন(৪৮), স্বামী/স্ত্রীআবুল হোসেন ,স্থায়ী: গ্রাম- ইন্দ্রনগর, উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -সাতক্ষীরা, ১৬. বৃষ্টি খাতুন(১৯), স্বামী/স্ত্রীরায়হান ,স্থায়ী: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে জোর পুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০৮(০১)২৪ রুজু করা হয়েছে। আসামীরা উত্তেজিত জনতাকর্তৃক জখম প্রাপ্ত হওয়ার কারনে ৯ জন আসামী মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরায় চিকিৎসাধীন আছে। অন্য ০৭জন আসামীদেরকে ইং-১৯/০১/২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো:রিয়াজুল ইসলাম
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ