সারাদেশ

দেবহাটার হাডুডু খেলায় কুলিয়া চাম্পিয়ন, রানার্সআপ খাসখামার

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪ , ৩:৫৯:৫৪

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য দেবহাটার বহেরায় মোড়লপাড়া যুবতরঙ্গ স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আট দলীয় নক আউট হা-ডু-ডু টূর্নামেন্টের আয়োজন করা হয়। হাজার হাজার দর্শক সমার্থকের উপস্থিতে জাকজমকপূর্ণভাবে জমে উঠৈছিল হা-ডু -ডু।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওসমান গনি, ১ নং কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ। উক্ত আটদলীয় নকআউট হাডুডু খেলার ফাইনালে কুলিয়া টিম চাম্পিয়ন এবং খাসখামার টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র খেলাটির ধারাবিবরণীতে ছিলেন সিরাজুল, ফারুক।

মো:রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content