সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম শ্রীরামপুর। সেখানেই চরম দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা ইসলামিক সংগীত গায়ক সোহাগ। দারুণ সুরে ইসলামিক সংগীত গেয়ে মাহফিল স্টেজ, ইসলামিক প্রোগ্রাম মঞ্চে কিংবা যেকোনো অনুষ্ঠানে মঞ্চ মাতালেও পিতার দারিদ্র্যতার কারনে সেইভাবে পরিচর্যা হয়নি এই মেধাবী এই সোহাগের। শারীরিক প্রতিবন্ধী হলেও স্রষ্টা দিয়েছেন তার কণ্ঠে অকৃত্রিম সুর। ইসলামিক সংগীত -" হে রহিমু মেহেরবান ' কিংবা ' আমার মনের ঘরেতে রেখেছি যারে ' ' তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। " এই ধরনের সংগীত মঞ্চ মাতালেও পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে তার মেধা। তার পিতা নাসির মোড়ল 'দৈনিক হক কথা ' প্রতিনিধিকে জানিয়েছেন কোন শ্রদ্ধেয় গুনীজন তার সন্তানের পাশে এগিয়ে আসলে হয়তো তার এই প্রতিভা বিকশিত হবে। এইজন্য তার সন্তানের পাশে সংগীত অনুরাগীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মোঃ রিয়াজুল ইসলাম/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ