প্রবাসীদের কথা

প্রবাসীর ভালোবাসা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ১১:০৯:০২

0Shares

শেয়ার করুন

সত্যিকারের ভালবাসা কি মশিউরকে না দেখলে বুঝতে পারতাম না। দুই বছর আগে মশিউর ভালবেসে বিয়ে করে৷ বিয়ের কিছুদিন পর সে সিঙ্গাপুর চলে আসে। বছর না পেরুতেই তাদের ঘরে আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়৷

গত কয়েকমাস যাবত মশিউরের বউ অভিযোগ করছে তোমাকে ভালবেসে বিয়ে করলাম অথচ তুমি আমার পাশে নেই। আমার দিনগুলি খুবই কষ্টে কাটে৷ চাকরি ছেড়ে তুমি চলে আসো দেশে৷ তুমি পাশে থাকলে আমার কিছু লাগবে না। মশিউর স্ত্রীর কথা উপেক্ষা করতে পারে না।

সে সিদ্ধান্ত নেয় চাকরি ছেড়ে দেশে চলে যাবে৷ পরিবারকে এক বছর সময় দিয়ে অন্য দেশে যাবে কিংবা দেশেই কিছু করবে।

সে কথামত চাকরি থেকে ইস্তফা দেয়৷ সেদিন ছিল অফিসে তার শেষ কর্মদিবস।ঠিক সেদিনই হঠাৎ খবর আসে তার স্ত্রী ব্রেন স্ট্রোক করেছে৷ সংবাদটি শোনার পর সে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। অশুভ আশংকায় তার দু’চোখ গড়িয়ে জল পড়তে থাকে৷

তার ইচ্ছে করছিল তখনই উড়ে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়ায়৷ কিন্তু সে আগামীকাল টিকেট কনফার্ম করে ফেলেছে৷ শেষ মুহূর্তে টিকেট পরিবর্তন করার কোন সুযোগ ছিল না।

পরেরদিন সে ভগ্ন হৃদয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়৷ বাংলাদেশ বিমান বন্দরে পর্দাপন করেই শুনতে পায় কিছুক্ষণ আগে তার ভালবাসার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে। এই খবর শোনার পর তার চোখের পাতা গলে গরম জলের স্রোত ধারা বইতে থাকে।

সে মিনমিন করে বলতে থাকে প্রিয়তমা তোমার ডাকে সাড়া দিয়েই তো আমি চলে এসেছিলাম। তোমার এমন কি তাড়া ছিল যে আমার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতে পারলে না।তুমি হয়ত জানতে তোমার বেশি সময় নেই, তাই আমাকে দেশে আসার জন্য বারবার অনুরোধ করেছিলে। আগে যদি জানতাম তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে কি আর আমি পরবাসে যেতাম!! হে আল্লাহ তুমি আমার প্রিয়তমা স্ত্রীকে জান্নাতবাসী করো।

Omar Faruque shipon official
লেখার তারিখ : ১২/১/২০১৯


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content