বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে যেভাবে ভোট কারচুপি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ অব্যাহত রেখেছে। এছাড়া নির্বাচন নিয়ে দেশটির অবস্থান হচ্ছে, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।
বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সদ্য সমাপ্ত জাল
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে জানতে চাইলে এভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "
বাংলাদেশে গণতন্ত্রকে খর্ব করে এবং বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে জেলে আটক রেখে রিপোর্ট অনুসারে যে জাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কী পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র? নির্বাচন নিয়ে আপনার দেয়া বিবৃতিতেই উল্লেখ করেছেন যে, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু-- এর কোনোটাই হয়নি।"
জবাবে মিলার বলেন, "বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন । আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে- এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।"
সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলে জানান এই মুখপাত্র।
তিনি বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই। সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহবান জানাই তারা যাতে প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসে। আমরা সব রাজনৈতিক পক্ষকে আহবান জানাবো তারা যেনো সহিংসতা পরিহার করে।"
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ