জাতীয়

বিরোধীদলীয়নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪ , ১:২৫:১৯

0Shares

শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয়নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। আজ রোববার (২৮ জানুয়ারি) তাদেরকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে— জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content