নির্বাচন

ভোট সুষ্ঠু হবে, ওআইসি ও কমনওয়েলথ দলকে জানালো আওয়ামী লীগ

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ১০:৫৫:৩৭

শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা ১৬ সদস্যের পর্যবেক্ষক দল পাঠিয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন উপলক্ষে কমনওয়েলথের পর্যবেক্ষক দল এসেছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি।

এছাড়া ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। তিনি আরো বলেন, ভোটের দিন কোনো অপশক্তি যেন সহিংসতা করতে না পারে সে বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের সহযোগিতা করবে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বৈঠকে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content