সারাদেশ

মুখ কাপড়ে ঢেকে উপজেলা চেয়ারম্যানকে কিলঘুষি

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৩:৫৮:২০

0Shares

শেয়ার করুন

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ জানুয়ারি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়া সরকারি কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা দুজন দুর্বৃত্ত তাকে কিলঘুষি মেরে দ্রুত স্থান ত্যাগ করে।

মুখে কাপড় ঢাকা থাকলেও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার তাদেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

তিনি জানান, দুর্বৃত্তদের একজনের বাড়ি দক্ষিণ বোয়াইলমারী। অপরজনের বাড়ি গাগড়াখালি গ্রামে। এরা উভয়ই চিহ্নিত অপরাধী, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে তারা জড়িত। তাদের বিরুদ্ধে সাঁথিয়া-বেড়া সড়কে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনায়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content