সাতক্ষীরা প্রতিনিধি- গতকাল রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামী আব্দুস সাত্তার (৫৮) এর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে কারাগারে অন্তরীণ ছিলেন। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র এবং কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল লতিফ। তিনি ২০২১ সালের ২৭ জানুয়ারি তারিখে সাতক্ষীরা চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সাড়ে তিন বছরের সাঁজায় দণ্ডিত হন। এরপর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করেন তিনি।
মো:রিয়াজুল ইসলাম/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ