রিয়াজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত ওই ইয়াবা ব্যবসায়ী নাম আসাদুজ্জামান (৪০)।
ঘটনার বিবরনে জানা যায় , দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মাহমুদ হোসেনের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল ১৭ জানুয়ারি গোপনেেে সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১ টার দিকে এসআই শোভন দাশ ও এএসআই মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন টাউন শ্রীপুর গ্রামের জনৈক আবু বক্কর মিস্ত্রির বাড়ির সামনে হতে ২১পিচ ইয়াবাসহ দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের আবুল কালামের পুত্র আসাদুজ্জামান (৪০) কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০৭, তাং-১৭/০১/২০২৪ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে।
আসামীকে গতকাল ১৭ জানুয়ারি গ্রেফতার পরবর্তী বিচারার্থে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ