প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪০:১১
সাতক্ষীরা প্রতিনিধি : আজ দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আগামীকাল সাতক্ষীরায় যাবেন ।
সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে “হার পাওয়ার প্রকল্পের আওতায় “নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করবেন তিনি। প্রতিমন্ত্রী সকালে সাড়ে ৮ টায় যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে সাতক্ষীরা পৌঁছবেন।এরপরে সন্ধ্যা ৬টায় যশোর জেলার শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কে সাইফার টায়ার-৪ ডেটা সেন্টার এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম: মোঃ রিয়াজুল ইসলাম
প্রতিবেদনের তারিখ : ২২/০২/২০২৪
মোবাইল নাম্বার : ০১৭৮৭১৮৯৬৭৬