প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৪২:১১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যোগদান করেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসানের কাছ থেকে তিনি বিজিবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
বিজিবিতে যোগদানের আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তর,ঢাকায় সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন। ২০ ডিসেম্বর ১৯৯২ সালে সেনাবাহিনীর আর্টিলারি কোর্সে কমিশন লাভ করেন।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি স্কুল অব আর্টিলারি,ফোর্ট সিল,মার্কিন যুক্তরাষ্ট্র,ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ,মিরপুর,ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মেজর জেনারেল আশরাফ জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া,সুদানে অংশ গ্রহণ করে অত্যান্ত সফলতার সঙ্গে মিশন সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্স এ ফোর্স জেনারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানিয়েছেন।