আইন-শৃঙ্খলা

মিয়ানমার সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:২১:৫১

শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পরিস্থতি মোকাবিলায় সীমান্তে আমাদের বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুরো মিয়ানমারে আরাকান আর্মি ছাড়া আরও অনেকগুলো বিদ্রোহী গ্রুপ জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। যুদ্ধের কারণে এ অঞ্চলে কিছু গোলাগুলির শব্দ আসছে। সেখান থেকে সরকারি বাহিনী, সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেশ কয়েকজন সদস্য আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে এসেছে। আমরা বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্টগার্ড, নৌ বাংহিনী ও পুলিশ সজাগ রয়েছে।’

নোবেলবিজয়ী ড. ইউনূসের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনের বাইরে গিয়ে কিছু করছি না। তার (ড. ইউনূস) বিষয়টি সম্পূর্ণই আদালতের ব্যাপার। আদালত যে আদেশ, আমরা তাই বাস্তবায়ন করছি।’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content