পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড, মাদ্রাসা রোড, কেরাণীগঞ্জ, জিনজিরা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, শিল্প, সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
ওই সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ