রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা আ’লীগের

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৫৫:৩৯

0Shares

শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শুরু হবে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি। ভোর সাড়ে ৬টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

ওইদিন সকাল ৭টায় কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content