জাতীয়

আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫৭:১৬

শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘কীভাবে ফিরিয়ে নেওয়া হবে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা নিয়ে আলোচনা চলছে।

 

‘তারা যেতে না চাইলে কি হবে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো অবশ্যই যেতে চাচ্ছে। না হলে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়।

ড. হাছান মাহমুদ জানান, এর আগে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।

তিনি জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন, আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়, সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content