জাতীয়

এক ব্যতিক্রমী নজীর স্থাপিত হলো এবার

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৩৩:৩১

শেয়ার করুন

ঘটনাস্থল কেন্দ্রীয় শহিদ মিনার। একুশের প্রথম প্রহর। কাঙ্খিত মুহুর্ত রাত ১২টা ১মিনিট। কোটি মানুষের চোখ তখন টেলিভিশন পর্দায়। লাইভ সম্প্রচার হচ্ছে। আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানোর সুর মূর্ছনায় অন্যরকম আবহ। রাষ্ট্রীয় আনুষ্টানিকতা শুরুর কিছু সময় আগেই পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। ধীরে ধীরে প্রেসিডেন্টকে নিয়ে শহীদ মিনারের মূল বেদিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

একুশের প্রথম প্রহরে ঘড়ির কাঁটা তখনও পৌছুঁতে ৫মিনিট বাকি।

প্রেসিডেন্ট শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তখন ঘড়ির কাঁটা ১১টা ৫৫ মিনিট পেরিয়েছে। আর তার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান ভাষা শহিদদের।
ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এ ঘটনাকে অনাকাঙ্খিত এবং ব্যতিক্রমি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি ব্যবস্থাপনাজনিত ত্রুটি।


শেয়ার করুন