বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার থেকে মুক্ত হয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৩ মাস ২৩ দিন পর আজ জামিনে মুক্ত হলাম।
আগে থেকেই অসুস্থ ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। নিজেকে সুস্থ করতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন বলে জানান আলাল।
কারাগার থেকে বেরিয়ে আসার পর উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে আলাল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় থামবে না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ