বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী জলপাইতলী গ্রামে মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতের একজন হচ্ছে-আসমা খাতুন (৫৫)। তিনি স্থানীয় জলপাইতলী গ্রামের বাদশা মিয়া সওদাগরের স্ত্রী। অপরজন একজন শ্রমিক। তার নাম জানা যায়নি। তবে তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া মর্টারশেলের বিস্ফোরিত অংশ জলপায়তলী এলাকায় এসে পড়ে। এসময় মর্টারশেলের বিস্ফোরিত অংশের আঘাতে আসমা খাতুন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় একজন রোহিঙ্গা শ্রমিক। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। এদিকে এ ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই প্রাণভয়ে নিজ এলাকা ছেড়ে অন্যত্র নিরাপদে চলে যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ