রাজনীতি

দেশে বসবাস করার মতো অবস্থা নেই : গয়েশ্বর

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:২০:৩৪

শেয়ার করুন

বাংলাদেশে কোনো সভ্য লোকের বসবাস করার মতো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এরা (আওয়ামী লীগ) আমাদের একটি অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাষার মাসে এ দেশের তরুণরা রক্ত দিয়েছিল। আর আজকে এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীর নগরের এক তরুণের জন্য। আজকে বাংলাদেশের অবস্থাও একই রকম।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়?’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আজকে রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আবার তাদের নিক্ষেপ করা বোমায় এ দেশের মানুষ আহত ও নিহত হয়। এটা আসলে কীসের লক্ষণ, আমার জানা নেই। বিএসএফ এত লোককে গুলি করে মারল, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই আপনারা নিলেন না। এমনকি একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘প্রশাসন, বিচার বিভাগের কাছে বিচার চেয়ে লাভ নেই। বিচার করবে দেশের জনগণ। আজ সীমান্তে রক্ত ঝরছে অথচ প্রতিবাদ করতে পারি না। জনগণ রাস্তায় নেমে না এলে দেশকে রক্ষা করা যাবে না, দেশ কলঙ্কমুক্ত হবে না। দেশ রক্ষায় সবাই রাজপথে নেমে আসুন।’

এদিকে বিকেলে প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কোনো দিক দিয়ে সফল হতে পারছে না। দ্রব্যমূল্য বাড়ছেই। নির্বাচনেও তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী দিয়ে গণ্ডগোল লাগিয়েছে।’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content