প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪৬:৩৬
ফেনীর ছাগলনাইয়ায় সীমান্ত থেকে ২২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। সোমবার দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এসময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২০ থেকে ২২ জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে।
ফেনী সীমান্তে বিএসএফের হাতে আটক শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে বিজিবির দ্বারস্থ হচ্ছেন স্বজনরা।
ঘটনা সম্পর্কে অবগত হয়েছে ফেনী বিজিবি। সত্যতা পেলে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান ৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। তিনি বলেন, ‘ভুক্তভোগী অথবা ধরে নিয়ে যাওয়াদের স্বজনদের কেউ এখনও লিখিত অভিযোগ করেননি।
এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।