নাগরিক প্রতিবেদন

বনানীতে প্রতিবন্ধীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩৯:৪০

শেয়ার করুন

রাজধানীর বনানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবিতে প্রতিবন্ধীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। বেলা ৩টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল সেখানে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বিকেলে ট্রাফিক গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

মুস্তাফিজুর রহমান বলেন, ‘বনানীর ১১ নম্বর সড়কের মাথায় প্রতিবন্ধীরা অবরোধ করেছেন। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তারা অবরোধ করে আছেন। তাদের দাবি গুলশান-বনানী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে দিতে হবে।’

মুস্তাফিজুর আরও রহমান বলেন, ‘তাদের সড়ক অবরোধের ফলে এ এলাকায় বেশ যানজট লেগে গেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। সিনিয়ররা তাদের সঙ্গে কথা বলছেন। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি দ্রুতই পরিবেশ স্বাভাবিক হবে।’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content