রাজনীতি

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:২৪:৩৭

0Shares

শেয়ার করুন

সমসাময়িক রাজনীতি নিয়ে ফের বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক করেন তারা।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতাদের মধ্যে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী বলেন, মার্কিন দূতাবাসের আমন্ত্রণে সেখানে যান তারা। সৌজন্য সাক্ষাৎ ছাড়া সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

এর বেশি কিছু বলতে অনীহা প্রকাশ করেন নিপুণ রায়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content