খেলাধূলা

মিরাজ-মালিকের ঝোড়ো ব্যাটিংয়ে জিতল বরিশাল

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১৯:০৮

0Shares

শেয়ার করুন

 

 

নামের ভারে তেমন শক্তিশালী দল না গড়লেও, বিপিএলের চলতি আসরে টানা জিতে চলছিল খুলনা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচেও এনামুল হক বিজয়ের দল প্রায় জিতেই যাচ্ছিল। তবে তাদের মুখের সামনে থেকে সেই খাবার কেড়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক। শেষ মুহূর্তে দুজনের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল। চলতি বিপিএলে যা খুলনার প্রথম হার।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content