প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:১১:২৫
নিখুঁত পরিকল্পিত দেশ সিঙ্গাপুর। দেশ ও মানুষের কল্যাণে কোথাও বিন্দু পরিমাণ ভুল নেই।
নিরাপদ শান্তিময় একটি দেশ। দেশটির আইনের শাসন ব্যবস্থা সম্পূর্ণ সুপ্রতিষ্ঠিত। এখানে আইন তার নিজস্ব গতিতে চলে। অপরাধী সে যেই হোক এদেশের আইনের কোন ফাকফোকর নেই তাকে শাস্তি পেতেই হবে।
দুই বছরের শিশু থেকে শুরু করে সকলেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিটি নাগরিকের ভিতরে দেশপ্রেম বিরাজমান।
পুরো পৃথিবী যখন সিঙ্গাপুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।কিভাবে নিজের দেশের প্রতি যত্নশীল হতে হয় কিভাবে দেশকে ভালবাসতে হয়। কিভাবে মানুষ মানুষের সাথে কথা বলতে হয়। নৈতিকতার যতগুলো দিক আছে সব দেশে ভিতরে।
এরকম দেশে বসবাস করেও নিজের স্বভাবটা পরিবর্তন করতে না পারলেও –অন্তত অভ্যস্ত পরিবর্তন করা যায়। আমি অনেক প্রবাসী বাংলাদেশী ভাইয়ের ভিতরে লক্ষ্য করেছি এবং আমি বিভিন্ন জায়গায় দেখেছি ভদ্রতা তো নেই ভেতরে তাদের ভিতরে সিঙ্গাপুরের আইনের প্রতি কোন রকম শ্রদ্ধা নেই।উপদেশ দিয়ে নিজের ছোট ভাই মনে করে যদি বলি ভাই এটা করা অন্যায় তো এমন একটা ভাব দেখাবে মনে হবে সিঙ্গাপুরের সব জানা আছে উনি বিরাট কিছু। আবার বলবে ও কিছু হবে না এখানে ক্যামেরা নেই।
নিজের নাম তো ভুলে যাবাই নিজের বাপ মার নামও ভুলে যাবেন আরে ভাইরে যেদিন সিঙ্গাপুরের আইনের গ্যারাকোলে পড়বা।
পৃথিবীর অনেকগুলো দেশ সিঙ্গাপুরের শ্রম বাজারে কাজ করার জন্য হাঁ করে তাকিয়ে আছে তোমার মতন বাংলাদেশী ক্লোজ করে রাখতে পারে তারা চাইলে দেশের স্বার্থে এক ঘণ্টার মধ্যে।তাই নিজের দেশের প্রতি দেশের জনগণের প্রতি শ্রদ্ধশীল হয়ে পরবাসে নিজের দেশের সম্মানকে সমুন্নত রাখুন।
আসলে কি বলবো এই হচ্ছে আমাদের জাতিগত সমস্যা রক্তের সমস্যা। এই পরিবর্তনের আশায় নিজের বিবেক ক্লান্ত হয়ে পড়ে মাঝে মাঝে।
আইন নিয়ম মেনে চলার জন্য সিঙ্গাপুর প্রবাসী ভাইদের অনুরোধ করছি।পুরো জাতিকে কলঙ্কিত করবেন না আপনি একজন। আমি লজ্জিত তোমাদের এই কর্মে। আমি গর্বিত হতে চাই বাঙালির কর্মে।
সুমন বিশ্বাস
সিঙ্গাপুর প্রবাসী ।