নির্বাচন

সংরক্ষিত মহিলা আসনে ভোট ১৪ মার্চ

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:০৫:৩৪

শেয়ার করুন

আগামী ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ২৭ তম কমিশন সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসির সচিব জাহাঙ্গীর আলম বলেন, আজ কমিশন সভায় সংসদের মহিলা সংরক্ষিত আসনের তফসিল কবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে পারবেন প্রার্থীরা। রিটার্নিং অফিস থেকে মনোনয়ন পত্র যাছাই বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্ধ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

জাহাঙ্গীর আলম বলেন, এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ ও প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান। তাকে সহায়তা করতে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দুজন পোলিং এজেন্ট থাকবে।

বর্তমান সংসদের ২৯৯ আসনের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী মিলে জোট করে এবং জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। জাতীয় পার্টি পাবে দুটি আসন। আর আওয়ামী লীগ পাবে ৪৮টি আসন।


শেয়ার করুন