সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরায় আপন ভাইকে কুপিয়ে জখম করেছে তারই সহোদর। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামে। ঘটনার বিবরনে জানা যায়, ফারুক হোসেনের সাথে তার আপন ভাই আনসার আলী বিশ্বাসের দীর্ঘদিনের বিবাদ লেগে আসছিল। আজ ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির আঙিনায় কুল গাছ সংক্রান্ত বিষয় নিয়ে ফারুক হোসেনের সাথে তার বড় ভাই আনসার আলীর বাকবিতন্ড শুরু হয়।

একপর্যায়ে বড় ভাই আনসার আলী এগিয়ে এসে ফারুক হোসেনকে আঘাত করে এবং আনসার আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক ও রনি হোসেন এসে পরবর্তীতে দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে এগিয়ে আসলে ফারুক হোসেনের স্ত্রী কাকলী আক্তার ও আরেক সহোদর আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিঠ করে। এবং ফারুক হোসেনকে কুপিয়ে পালিয়ে যায়। ফারুক হোসেন এবং তার স্ত্রীকে প্রতিবেশিরা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনায় ফারুক হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন - (১) আনসার আলী বিশ্বাস (২) আবু বক্কার সিদ্দিক (৩) রনি হোসেন (৪) মমতাজ বেগম।
রিয়াজুল ইসলাম/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ