সারাদেশ

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বনবিভাগের কর্মকর্তা নিখোঁজ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:১২:২৩

0Shares

শেয়ার করুন

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে তার খোঁজ মিলছে না। নিখোঁজ নারী পর্যটকের নাম মাহমুদা আক্তার হ্যাপী (৩১)। ৪১তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা বনবিভাগে কর্মরত রয়েছেন।

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। তাদের মধ্যে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। ৪ ফেব্রুয়ারি সকালে তিনি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আদনান চৌধুরী গণমাধ্যমকে আরও জানান, বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। যার সূত্র ধরে কাজ করছে পুলিশ। মোবাইল লোকেশনে একবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট ট্রেকিং পাওয়া যায়। পুলিশ ও বনবিভাগের লোকজন তার সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এদিকে নিখোঁজ মাহমুদা আক্তার হ্যাপীর সঙ্গীরা ফিরে আসলেও তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সহকর্মী ও স্বজনরা।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content