দেশে পবিত্র শবে বরাত পালিত হবে ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে। রোববার দেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ২৫শে ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির বৈঠক শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ১২ই ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। ১৪ই শাবান, ২৫শে ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের’ রজনী হিসেবে পরিচিত। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে কাটিয়ে থাকেন।
বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার ২৬শে ফেব্রুয়ারি এ ছুটি পালিত হবে।
চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম ভুঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. কাউসার আহাম্মদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ রুহুল আমীন, ঢাকার অতিরিক্ত ডিসি মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ