সারাদেশ

টাকার বিনিময়ে মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পারাপার, যুবক আটক

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৪ , ১০:১৯:০২

শেয়ার করুন

চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের শিমরাইলে রোড ডিভাইডারের দুইপাশে মই দিয়ে যাত্রীদের পারাপারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মইয়ের মালিক রবিউলকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তিন ফুটের দুইটি মই।

রোববার (১৭ মার্চ) রাত ৮টার দিকে শিমরাইল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে দুপুরে মই দিয়ে যাত্রী পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আটককৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। তিনি চট্টগ্রামের পূর্ব দুগাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। তবে তিনি থাকেন সিদ্বিরগঞ্জের শিমরাইলে। পেশায় গাড়ি চালক।

পুলিশ ‍ও স্থানীয়রা জানায়, যানজট এড়াতে ঢাকামুখী যানবাহনগুলো চলাচল করার জন্য গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চারলেন রোড ডিভাইডার দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি ঢাকায় যেতে পারে। এ লেনে সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে মৌচাক এলাকায় ছাড়া যাত্রী উঠানামার ব্যবস্থা নেই। এখানে উঁচু বিভাজক দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়েছে। তবে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য খোলা রাখা রাখা হয়েছে বাকী দুই লেন। তবে দূরপাল্লার যাত্রীদের আঞ্চলিক লেনে আসতে হলে কাঁচপুর ব্রিজের সিদ্ধিরগঞ্জের পারে নেমে হেঁটে কিছুটা সামনে নামতে হয়।

এরপর সেখান থেকে আঞ্চলিক সড়কের যানবাহনে উঠে যেতে হয়। আর এই সুযোগ নিয়েছে রবিউল। সে সকাল থেকে মহসড়কের শিমরাইলের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে ছোট দুটি মই দিয়ে রাস্তার ডিভাইডারের দু’পাশে রেখে যাত্রীদের পারাপার করার ব্যবসা করে। এতে দূরপাল্লার যানবাহন থেকে যাত্রীরা নামার পর হাটার ভঁয়ে তার মই দিয়ে ডিভাইডারের উপরে উঠে, আবার আরেকটি মই দিয়ে নিচে নামে রাস্তা পার হয়। এর বিনিময়ে একজনের কাছ থেকে রবিউল দিনভর ৫ টাকা করে নেয়। গত কয়েকদিন ধরে যাত্রীরা এভাবেই তার মই দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। দুপুরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মই নিয়ে পালিয়ে যায় রবিউল। তার সঙ্গে আর একজন এ কাজে যুক্ত ছিল।

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ফাড়ির পরির্দশক শরফুদ্দিন আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া রবিউল গাড়ির চালক। তবে কিছুদিন ধরে সে গাড়ি চালানো বন্ধ করে দিয়ে বেকার ছিল। সকাল থেকে ডিভাইডর দুই পাশে মই দিয়ে বাস থেকে নামা যাত্রীদের পারাপার করে। এ জন্য জনপ্রতি পাঁচ টাকা করে নেওয়া শুরু করে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমরা ও পুলিশের সহায়তায় পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content