রাজধানীর বেইলি রোডে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শাহনাজ পারভীন নিহত হয়েছেন।শুক্রবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন রিফাত নামের এক যুবক।
সাংবাদিকদের রিফাত জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বোন শিক্ষিকা শাহনাজ পারভীনকে চিনতে পেরেছে। শাহনাজ পারভীন ইংরেজি বিষয়ের শিক্ষক। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজেরে (ঢামেক) মর্গে রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ