তুরাগ থানাধীন পাকুরিয়া'র তালটেক গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ কাজ শুরু করায় চলাচলে সমস্যা হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সাবেক বিএনপি নেতা পাকুরিয়া'র রমিজ উদ্দিন এর বিরুদ্ধে।
বহু বছরের চলাচলের পথ বন্ধ করে ইমারত নির্মাণ কাজ শুরু করায় যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এছাড়াও পাশেই একটি মসজিদে যাতায়াতেও ভোগান্তি হচ্ছে বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, ১৫ ফুটের এ রাস্তাটির ৮-১০ ফুট জমি তিনি তার নিজের দাবি করছেন। বিষয়গুলো কাউন্সিলরসহ, ১৮ আসনের এমপি মহোদয়ের লোকজন গিয়েও কোন সুরাহা করতে পারেনি।এ বিষয় তুরাগ থানা পুলিশ ডাকলে তারা পুলিশ কে নানান কথা বলে প্রমানের চেষ্টা চালায়।কিন্তু পুলিশ কাগজ পত্র প্রমানাদি চাইলে রমিজ উদ্দিন দেখাতে অক্ষম হয়।এখনও বিষয়ে কোন সুরাহা হয়নি বলে জানান,পাকুরিয়ার তালটেকবাসী ও মসজিদের মুসল্লীগন।
অভিযোগের বিষয়ে রমিজ উদ্দিনকে ফোন করলে জানান, আমার মালিকানাধীন জায়গায় আমি দেয়াল ও ঘর করছি। তাদের দাবি মতে সাত থেকে আট ফুট রাস্তা আমি দিতে পারবো।পরবর্তীতে ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগ করা যায়নি।
তুরাগ থানায় বিষয়টি সমাধানের জন্য রমিজ উদ্দিন কে নিয়ে বৈঠকে বসেছিলাম। কিন্তু তার ছলচাতুরী কথার কারণে বিষয়টি মীমাংসা করা যায়নি।
এলাকাবাসী এ রাস্তা উদ্ধারে সরকারি সহযোগিতা চেয়েছেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ