রাজনীতি

কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা মেজর হাফিজ

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ৪:১৩:২৪

0Shares

শেয়ার করুন

রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ কারামুক্ত হয়েছেন। আজ রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে আজ সকালে ঢাকার মহানগর দায়রা জজ আ স ম শামস জগলুল হোসেন জামিনের আদেশ দেন।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস কুমার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গত ৫ মার্চ মেজর (অব.) হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মেজর (অব.) হাফিজ আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেছিলেন।’

গত ২৮ ডিসেম্বর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এ মামলায় বিএনপিনেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তায় সমাবেশ করার সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content