সারাদেশ

কিশোরগঞ্জে পার্কে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৪ , ১১:৫৮:০৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পার্কে নিয়ে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. কাউছার উদ্দিন (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ধর্ষক মো. কাউছার উদ্দিন জেলার করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গোয়ালবাড়ীর মৃত আব্দুল কাদিরের ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, করিমগঞ্জের একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে কলেজে আসা-যাওয়ার পথে কাউছার উদ্দিনের পরিচয় হয়। এর সূত্র ধরে কাউছার গত ২রা জানুয়ারি বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল পার্কে কলেজ ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়। সেখানে ঘোরাফেরার এক পর্যায়ে বিকাল ৪টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্কের ভিতর একটি পরিত্যক্ত অন্ধকার ঘরে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে কাউছার।

এ ঘটনার পর গত ১০ই জানুয়ারি কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর অভিযুক্ত ধর্ষক মো. কাউছার উদ্দিন গাঢাকা দেয়। তাকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মো. কাউছার উদ্দিনের অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই নাইমুল ইসলাম জানান, আসামি মো. কাউছার উদ্দিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content