আন্তর্জাতিক

গাজায় হত্যার রাজত্ব কায়েম করছে ঈসরায়েল

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ১০:২১:১৭

শেয়ার করুন

গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বেসামরিক নাগরিকরা। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১২৩ জন। এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৫০০ ছাড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় প্রায় ৭২ হাজার আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে তুরস্কে ৭ জনকে প্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।

‘গাজায় ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা’
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন তুরস্কের বেসরকারি ডিটেকটিভ ও সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content