প্রতিনিধি ৪ মার্চ ২০২৪ , ১০:১১:৫৮
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনির মিলে আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৪টায় লাগা আগুন এখনও নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। সঙ্গে যোগ দিয়েছে বিমান, নৌ ও সেনাবাহিনী। গুদামের ভেতরে এখনও ধোঁয়াসহ আগুন জ্বলছে। বাইরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির অবস্থান কর্ণফুলী নদীর পাড়ের ইছানগর এলাকায়। বিকেলে যখন গুদামে আগুন লাগে তখন কারখানাটি চালু ছিল। সেখানে প্রায় সাড়ে ৫০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন বলে জানা গেছে।
অন্যদিকে, কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনায় গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানিকৃত চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। ভেতরে কেউ আটকা পড়েছে কি না বা কোথা থেকে আগুনের সূত্রপাত এর কিছুই জানতে পারিনি। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা করার চেষ্টা করছি। তিনি বলেন, গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল ছিল, যা পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্নফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি বলেন, আলম নামে একজন বেল অপারেটর আহত হয়েছেন। বৈদুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। জেলা প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্য তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা জানান, সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।