সারাদেশ

চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ২:০০:৩২

শেয়ার করুন

স্টাফ রিপোর্টঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মোঃ বাচ্চু মিয়া(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। বাচ্চু মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র। শনিবার ২ মার্চ বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই (নিঃ) লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর ইউপির অন্তর্গত সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা সজনৈক সাজল মিয়ার নির্মানাধীন পাকা ঘরের সামনে অভিযান চালিয়ে বাচ্চু মিয়াকে ২০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন স্যারের দিক নির্দেশনায় চুনারুঘাট উপজেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

মোঃ আব্দুল কাদের/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content