সারাদেশ

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৬:৪৫:৫৫

শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব)বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।
এরই ধারাবিকতায় ৫ মার্চ মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত বুদু মন্ডলের পুত্র ওবায়দুল ইসলামের আধা পাকা বাড়ি থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল,ফেন্সিগ্রীপ,এমকেডিল,ফেয়ারডিল সহ মোট ৩৬৪ বোতল মাদক জব্দ করে এবং ওবায়দুল ইসলামকে গ্রেফতার করে।র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৬৪ বোতল সহ ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করে।
ওবাইদুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে সে দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।
র‍্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছে।

মোঃ আব্দুল কাদের/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content