রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতা হাসপাতালে

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ১০:১৩:০১

0Shares

শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন-ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ।

তাদের তিন জনকেই পৃথক দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এরমধ্যে মঙ্গলবার (৫ মার্চ) সকালে শামা ওবায়েদ এবং রাতে বরকতউল্লাহ বুলু ভর্তি হন।

জানা গেছে, ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শামা ওবায়েদের একটি অপারেশন হয়েছে। তবে, কি সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ও অপারেশন করিয়েছেন তা জানা যায়নি।এছাড়া বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরকতউল্লাহ বুলু।

বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভা সাবেক মেয়র জিকে গউছের হার্টে রিঙ পড়ানো হয়েছে গত রোববার। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে তিনি ভর্তি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content