ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ত্রু আছেন।
জলদস্যুর কবলে পড়ার তথ্য নিশ্চিত করে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তিনি জানান, জাহাজটি এখন মোজাম্বিকের কাছে অবস্থান করছে।
তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকরা সুস্থ আছেন বলেও জানান তিনি।
জাহাজটি লম্বায় ১৮৫ মিটার আর প্রস্থ্যে ৩০ মিটার। জাহাজের ত্রুরা জানিয়েছে, জলদস্যুরা তাদের কাছে খাবার, ডলার ও ডিজেল চায়। জাহাজে থাকা ডলার এরই মধ্যে জলদস্যুরা নিয়ে নিয়েছে বলে জানিয়েছেন জাহাজের একজন নাবিক রশিম মোহাম্মদ আব্দুর।
এর আগে ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন জাহাজ জাহানমনি সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হয়। পরে সেটি মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ