স্টাফ রিপোর্টারঃ মোঃ আব্দুল কাদের।
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মানিকগঞ্জের সাটুরিয়াতে আত্মগোপনে করলে ও মনােহরদী থানা পুলিশের অভিযানে দ্রুত সময়ে ঘাতক স্বামী আটক হয় এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ঘাতক রুবেল রানা ও তার স্ত্রী শিউলি আক্তার সৌদি প্রবাসী ছিল সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাহারা পারিবারিক অনুমতি নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আনুমানিক ৬/৭ মাস পূর্বে তাহারা সৌদি আরব থেকে দেশে ফিরে এসে আসামি রুবেল তার শ্বশুর বাড়িতে উঠে। মনােহরদী থানায় কৃষ্ণপুর শাকিনে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিল। মৃত শিউলি আক্তার গর্ভে জান্নাতুল সেফা নামে ছয় মাসে একটি কন্যা সন্তান রয়েছে। আসামি রুবেল রানা দুবাই ভাষা শিখার জন্য চেষ্টা করে তা শিখতে না পায়ার দুবাই যেতে পারেনি। আসামি রুবেল দুবাই যেতে না পায়ার স্ত্রী ও তার পরিবারের লোকদের দায়ী করতে থাকে। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ৪/০৩ /২০২৪ ইং তারিখ আনুমানিক ৮-৪০ মিনিটে মনােহরদী মনোহরদী কৃষ্ণপুর শাকিন বাদী রেখা বেগমের বাড়ি পশ্চিম দুয়ারী সেমি পাকা চার চালাটিনের বসত ঘরে দক্ষিণ পাশে রুমে বাড়ির সকলের আগে চর আসামি রুবেল রানা মোবাইল চার্জার এর সাদা ক্যবল দিয়ে ভিকটিম শিউলি আক্তার গলার প্যাচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে। মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা এলাকায় তার বোনের বাড়িতে আত্মগোপনে করে। এদিকে ভিকটিম মা রেখা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনা সংবাদ পেয়ে পুলিশ সুপার নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশে শিপুর সার্কেলের সহকারী পুলিশ জনাব মেজবাহ উদ্দিন মনােহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁই পি পি এম পুলিশ পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার ঘটনাস্থলে ছুটে যান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ