১) কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলোতে কোন প্রকার নামাজই আদায় করা যাবে না। [মিশকাত- ১০৪০]
🔸 সূর্য উঠার পর আনুমানিক ১০-১৫ মিনিট,
🔹 যোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বের ৪-৫ মিনিট,
🔸 মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বের ৫-৬ মিনিট।
🔲 তবে যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসর নামাজের এক রাকাত পেল সে আসরের (পূর্ণ) নামায পেল। তাই কোনো দিন সঠিক সময়ে আসরের নামাজ আদায় করতে না পারলে আসরের শেষ সময়ে হলেও তা আদায় করে নিতে হবে। এক্ষেত্রে নামাজ কাজা করা যাবে না। [নাসাঈ- ৫১৮]
২) আবার কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলোতে শুধুমাত্র নফল নামাজ আদায় করা যাবে না। যেমনঃ-
🔸 ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ আদায় করা যাবে না। [সহীহ মুসলিম- ১১৮৫]
🔹 আসরের ফরজ নামাজ আদায় করার পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্তও কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। [সহীহ বুখারী- ৫৮৮]
🔸 অনুরূপভাবে মাগরিবের ওয়াক্ত শুরু হলে মাগরিবের নামাজের পূর্বেও কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। [সুনানে দারা কুতনী- ১০৪০]
⭕ উপরোক্ত সময়গুলো ব্যতীত অন্য যেকোনো সময়েই ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল এবং কাজা নামাজ আদায় করা যাবে ইন শা আল্লাহ 💝✅
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ