আন্তর্জাতিক

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ১০:১৭:৫৮

শেয়ার করুন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ভোটগ্রহণ আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) শুরু হচ্ছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে, তিনিই পঞ্চম মেয়াদে জয়ী হবেন। এদিকে , বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যত নির্ধারণে অংশ নিতে অনেুরোধ করেছেন রুশ প্রেসিডেন্ট। খবর আলজাজিরা ও রয়টার্সের।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, শুক্রবার রুশ জনতা ব্যালটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবে। এবার যদি পুতিন জেতেন, তাহলে ২০৩০ সাল পর্যন্ত ষষ্ঠ মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। এরমধ্যে যদিও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, জোসেফ স্ট্যালিনের পর তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসনকারী রুশ নেতা হয়ে উঠবেন।

এবার পুতিনের প্রতিদ্বন্দ্বীরা হলেন—রাশিয়ার আল্ট্রান্যাশনালিস্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) লিওনিড স্লুটস্কি, সেন্টার-রাইট নিউ পিপলের ভ্লাদিস্লাভ দাভানকভ এবং কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিটোনভ।

এদিকে, আগামীকাল ভোট উপলক্ষে পুতিন রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content