সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় তিয়ানশি (TIENS LTD) নামে একটি প্রতিষ্ঠান বহুদিন যাবৎ তাদের প্রতারণামূলক মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমে ওষুধ ব্যবসা চালিয়ে আসছিল। তাদের সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এবং কুলিয়ার আশুমার্কেট শাখা অফিসে বহু যুবক, তরুণ - তরুনী, মহিলা ও বেকারদের টার্গেট করে এ অবৈধ ব্যবসার ফাঁদ পেতেছিল। উচ্চাভিলাষী অফার আর টাকা উপার্জনের নয়া ফাঁদে তাদের টার্গেটে পড়েছিল অনেক মানুষ। গতকাল সকালে তারই ধারাবাহিকতায় শহরের নিউমার্কেট এলাকায় তাদের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার বিদেশী পন্য জব্দ ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দায়িত্বরত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে শহরের নিউমার্কেট মোড় এলাকার ইসলাম টাওয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। এসময় সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক নাজমুল হাসান ও র্যাব এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিয়ানশিতে অভিযান চালানো হয়েছে। কোম্পানিটি এমএলএম(মাল্টিলেভেল মার্কেটিং) পদ্ধতিতে ব্যবসা করছিলো যা সম্পূর্নরূপে অবৈধ। আজকেই তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানীর সদস্যদের একত্রে করে সেমিনার করছিলো। ঠিক সেই সময়ে এই অভিযান করা হয়।
তিনি আরও বলেন, বিদেশী বিভিন্ন কোম্পানির সিল বানিয়ে ভেজাল ও অবৈধ পন্য উচ্চমূল্যে মানুষের কাছে বিক্রয় করে আসছিলো তিয়ানশি কোম্পানিটি। এর মধ্যে হারবাল প্রোডাক্টও রয়েছে। সুনির্দিষ্ট এসব তথ্যের ভিত্তিতে কোম্পানিটির দায়িত্বরত শফিকুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। তাদের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।
মো:রিয়াজুল ইসলাম/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ